Hanuman Aarti in Bengali | শ্রী হনুমান আরতি বাংলায়

637
Hanuman Aarti Bengali

Hanuman Aarti is performed every day in the temples across India and at home by the devotees. It gives a sense of completion to the rituals, wishes and prayers offered the Lord Hanuman. It is generally performed at the end of the Puja. It can be performed on any particular day but it holds a special significance on Tuesday in many parts of India. Devotees all over the World perform Aarti on Hanuman Jayanti or birthday of Hanuman. Please find Hanuman Aarti Lyrics in Bengali. Aarti Hanuman Lala Ki – আরতি হনুমান লালা কি

Hanuman Aarti in Bengali

হনুমানজীর পূজার এক অঙ্গ হল হনুমান আরতি। আসলে পূজা পদ্ধতিতে কোন রুপ ত্রুটি থাকলে তা পূরন করতেই আরতি করা হয়। বলা হয়ে থাকে আরতি যারা করেন বা আরতি যারা দর্শন করেন তাদের হনুমানজীর পরম কৃপা প্রাপ্তি হয়। আরতির প্রদীপ সংখ্যা সব সময় বিজোড় সংখ্যায় হতে হবে। অর্থাৎ প্রদীপ সংখ্যা হবে এক, তিন, পাঁচ বা সাত। Please find Hanuman aarti in Bengali with Lyrics.

শ্রী হনুমান আরতি

আরতি কি জিয়ে হনুমান লালা কি,
দুষ্ট দলন রঘুনাথ কলা কি।।

যাঁ কে বল সে গিরিবর কাঁপে,
রোগ দোষ যা কে নিকট না ঝাঁকে।।

অঞ্জনী পুত্র মহাবল দায়ী,
সন্তান কে প্রভু সদা সহায়ে।।

দে বীদা রঘুনাথ পাঠহাই,
লঙ্কা জারি সিয়া সুধি লায়ি।।

লঙ্কা সো কোট সমুদ্র সে খাইয়ে,
জাট পবন সুত বার না লাইয়ে।।

লঙ্কা জারি অসুর সম্ভারে,
সিয়া রামজীকে কাজ সঁভারে।।

লক্ষণ মূচরিত পারহে সকারে,
আন সঞ্জীবনী প্রান উভারে।।

পৈঠি পাতাল তোরি যমকারে,
অহিরাবণকি ভূজা উজারে।।

বাঁয়েন ভূজা অসুর দল মারে,
দাঁয়েন ভূজা সব সন্ত উবারে।।

সুরনার মুনিজন আরতি উতারে,
জয় জয় জঋ হনুমান উচারে।।

কাঞ্চন থার কপূর লো চাই,
আরতি কারাত অঞ্জনি মাই।।

জো হনুমানজীকি আরতি গাঁভে,
বাঁশি বৈকুনঠ অমর পদ পাবে।।

লঙ্কা বিদবানচে কিয়ে রঘুরাই,
তুলসীদাস স্বামী আরতি গাই।।

আরতি কি জিয়ে হনুমান লালা কি,
দুষ্ট দলন রঘুনাথ কলা কি।।

Hanuman Aarti in Bengali

Hanuman aarti in Bengali with Lyrics

Sri Hanuman Aarti Lyrics in other languages: Hindi | English | GujaratiBengali | Marathi

Also Read:

Hanuman Chalisa | Hanuman Aarti | Lord Hanuman Mobile Wallpaper | 108 Hanuman Ji Name | 1000 Names of God Hanuman

Shri Hanuman Dwadash Naam Stotram

Facebook Comments